বাসস
  ০৮ জানুয়ারি ২০২৩, ২২:১০

শীতার্তদের মাঝে যুবলীগের শীতবস্ত্র বিতরণ 

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৩ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আওয়ামী যুবলীগ।
আজ রোববার বিকেলে মিরপুর শেখ রাসেল শিশু উদ্যানে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে ১ হাজার শীতার্ত লোকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে যুবলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, সহ-সম্পাদক সামিউল আমিন, মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো: ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।