বাসস
  ১০ জানুয়ারি ২০২৩, ০০:১৫

চীনের পররাষ্ট্রমন্ত্রী আজ রাতে ঢাকা বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন    

ঢাকা, ৯ জানুয়ারি, ২০২৩ (বাসস) : নবনিযুক্ত চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং আজ রাত ১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাসস’কে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
তিনি বলেন, এটি তার বাংলাদেশে সরকারি সফর নয়, তবে চীনের পররাষ্ট্রমন্ত্রী অন্য গন্তব্যে যাওয়ার পথে এখানেই যাত্রাবিরতি করবেন।
নবনিযুক্ত চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং আফ্রিকার পাঁচটি দেশে সপ্তাহব্যাপী ভ্রমণের পথে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন।
‘চীন-আফ্রিকা ব্যাপক কৌশলগত ও সহযোগিতামূলক অংশীদারিত্বকে গভীরতর করতে’ এবং চীন ও আফ্রিকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং পাঁচটি দেশের আমন্ত্রণে, ইথিওপিয়া, গ্যাবন, অ্যাঙ্গোলা, বেনিন, মিশর, আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর এবং আরব রাষ্ট্রের সদর দফতর সফর করবেন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার সংবাদ সম্মেলনে বলেন ৯ থেকে ১৬ জানুয়ারি ২০২৩’ পর্যন্ত তার এই সফর চলবে।