বাসস
  ১১ জানুয়ারি ২০২৩, ১৪:২৮

রাঙ্গামাটিতে জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

রাঙ্গামাটি, ১১ জানুয়ারি, ২০২৩ (বাসস): রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে আজ ৫ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ।
বেলা ১১টায় রাঙ্গামাটি কোতোয়ালী থানার মাঠে  অসহায়দের মাঝে এ শীতবস্ত্র প্রদান করা হয়।
রাঙ্গামাটি জেলা  পুলিশ সুপার মীর মোঃ আবু তৌহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে  এসব  শীতবস্ত্র করেন
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. জাহেদুল ইসলাম, ডিআইও১ ডিএসবি আব্দুল্লাহেল বাকী, ডিএসবি ক্রাইম  শাহনেওয়াজ রাজু, দৈনিক গিরিদর্পন সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ,  রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমূখ।