শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১১ জানুয়ারি ২০২৩ (বাসস) : জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বচিত কমিটির নেতৃবৃন্দ।
আজ বুধবার দুপুরে চলচ্চিত্র সমিতির নবনির্বাচিত সভাপতি কাজী হায়াৎ-এর নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি ছটকু আহমেদ, মহাসচিব শাহীন সুমন, উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা, কোষাধ্যক্ষ সেলিম আজাদ, সাংগঠনিক সচিব শাহীন কবির টুটুল, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মনি, সংস্কৃতি ও ক্রীড়া সচিব আব্দুর রহিম বাবু, প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী বাবলু, কার্যনির্বাহী সদস্য মমতাজুর রহমান আকবর, উপদেষ্টা মনোয়ার হোসেন ডিপজল প্রমুখ উপস্থিত ছিলেন।