শিরোনাম
সুনামগঞ্জ, ১৮ জানুয়ারি ২০২৩ (বাসস) : জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় অবহিতকরণের লক্ষ্যে ভিডিওকলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১১ টায় সদর উপজেলার আর.এন.টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় এবং সিনিয়র সহকারী জজ সুলেখা দে’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিওকলের মাধ্যমে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ওয়ানস্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার শাহনাজ মঞ্জুর।
আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো.ফজর আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, আমার বাড়ি আমার খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ প্রভৃতি বিষয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের প্রায় দেড়শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।