শিরোনাম
ঝালকাঠি, ১৮ জানুয়ারি, ২০২৩ (বাসস): ঝালকাঠির রাজাপুরের ৬টি ইউনিয়নে পুলিশের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওল্ড ফোজিয়ান এসোসিয়েশন’ এর পক্ষ থেকে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে বাগড়ি বাজার এলাকায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ঝালকাঠির সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা। ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সহযোগিতায় থানা পুলিশের এ অনুষ্ঠানের আয়োজন করে।
মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ জালাল হাওলাদারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় ও পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা।
ঝালকাঠির সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান, ‘স্বেচ্ছাসেবী সংগঠন ওল্ড ফোজিয়ান এসোসিয়েশনের পক্ষ থেকে ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল মহোদয়কে ৫০০ কম্বল এ জেলার শীতার্তদের মাঝে বিতরণের জন্য দেওয়া হয়।