শিরোনাম
কুমিল্লা (দক্ষিণ), ১৯ জানুয়ারি, ২০২৩ (বাসস) : জেলার লালমাইয়ে আজ সকালে অজ্ঞাত গাড়ির চাপায় মোঃ ফরিদ মিয়া (৩০) ও জাহাঙ্গীর হোসেন (২৫) নামের দুইজন নিহত হয়েছেন। সকাল সাড়ে ৮ টায় ওই উপজেলার বড় ধর্মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ফরিদ মিয়া ও জাহাঙ্গীর হোসেন বরুড়া উপজেলার শীলমুড়ি উত্তর ইউনিয়নের দীঘলগাঁও (রং বাড়ি) গ্রামের বাসিন্দা। তারা দুজন পেশায় পাইপ ফিল্টারের মিস্ত্রী।
লাকসাম হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে দুইজন কাজের উদ্দেশ্য বের হয়ে লালমাইয়ের বড় ধর্মপুরের জামান ব্রিকস ফিল্ড এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপা দিলে দু’জন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে লাকসাম হাইওয়ে থানায় নিয়ে আসে০৫।
এ বিষয়ে লাকসাম হাইওয়ে থানার ইনচার্জ মনজুরুল আহসান ভূঁইয়া বাসসকে বলেন, লাশ দুটো সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে আমরা লাশ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসি। পরে সকাল ১০টায় লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।