শিরোনাম
বান্দরবান, ১৯ জানুয়ারি, ২০২৩ (বাসস) : বান্দরবানে গরীব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বান্দরবান জেলা শাখার আয়োজনে বান্দরবান সদর থানা প্রাঙ্গনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী সোহানা তারিক’র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চ,ু সহকারী পুলিশ সুপার মো: সালাউদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম প্রমুখ।
এসময় জেলার শতাধিক গরীব ও দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা।