বাসস
  ২০ জানুয়ারি ২০২৩, ১১:১৫

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ঠাকুরগাঁও, ২০ জানুয়ারি, ২০২৩ (বাসস) : ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা নিজস্ব অর্থায়নে অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা হতে রাত ১১টা পর্যন্ত ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড,সত্যপীর ব্রীজ, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড, চৌরাস্তা, আর্টগ্যালারি, রোড ফকিরপাড়া ও রেলস্টেশনে প্রায় ৮০০ কম্বল বিতরণ করেন তিনি।
পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, আমাদের চেষ্টা থাকবে যেন কোন দরিদ্র ও দু:স্থ মানুষ শীতবস্ত্রের অভাবে অসহায় না হয়ে পড়েন।