শিরোনাম
বরগুনা, ২০ জানুয়ারি, ২০২৩ (বাসস): জেলায় আজ হতদরিদ্র শীতার্তদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে।
শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের দেয়া এসব কম্বল আমতলী পৌরসভার উদ্যোগে বিতরণ করা হয়। পৌর মেয়র মো. মতিয়ার রহমান আজ শুক্রবার এসব কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান।
আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান জানান, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আমতলী পৌরসভার অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের জন্য ৫০০ কম্বল বরাদ্দ দিয়েছেন। এসব কম্বল বিতরন করেছি।