বাসস
  ২১ জানুয়ারি ২০২৩, ১৮:৫১

বগুড়ায় পুনাক’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বগুড়া, ২১ জানুয়ারি ২০২৩ (বাসস) : জেলায় আজ পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক)- এর উদ্যোগে একশ’জন দুস্থ ব্যক্তির মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার  বিকালে বগুড়া পুলিশ লাইন্সের মছিরউদ্দিন মঞ্চে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তি।
বগুড়ায় নারী কল্যান সমিতির (পুনাক) সহ-সভাপতি দিল আক্তার জাহানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার,  অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।