বাসস
  ২২ জানুয়ারি ২০২৩, ১৩:০৪

বারহাট্টা উপজেলা আওয়ামী লীগ নেতা ইনসান উদ্দিনের ইন্তেকাল

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৩ (বাসস) :  নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইনসান উদ্দিন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।
তিনি শনিবার দিবাগত রাতে নেত্রকোণার বারহাট্টাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইনসান উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।  
শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।