বাসস
  ২৩ জানুয়ারি ২০২৩, ২০:১৫

নোয়াখালীতে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কম্বল বিতরণ

নোয়াখালী. ২৩ জানুয়ারি ২০২৩(বাসস) : জেলার কবিরহাটে আজ পুলিশ সার্ভিস এসোসিয়েশন উদ্যোগে দুস্থদের মধ্যে পাঁচশ কম্বল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বিকেলে নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে কবিরহাট থানায় প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ  করা হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন- নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম। 
এ সময় আরো উপস্থি ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রমুখ ।