শিরোনাম
বগুড়া, ২৪ জানুয়ারি ২০২৩ (বাসস) : জেলায় আজ কুষ্ঠ বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২ টায় বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
বগুড়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীনেশ সরকার।
সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আতাউর রহমান, ডা. ফারজানুল ইসলাম নির্ঝর প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় দশজন সাংবাদিক এবং কুষ্ঠ রোগ থেকে আরোগ্য লাভকারি তিনজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৩০ সালের মধ্যে কুষ্ঠ নির্মূলের যে ঘোষনা দিয়েছেন সেলক্ষে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। কুষ্ঠ রোগ চিকিৎসায় ভালো হয়। তারা কুষ্ঠ রোগের লক্ষন দেখা দিলে কোন সংকোচ না করে দ্রুত জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন।
সভায় জানানো হয়, সমাজসেবা অধিদপ্তর কুষ্ঠ রোগীদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহন ও তাদের জন্য ভাতা চালু করেছে।