বাসস
  ২৬ জানুয়ারি ২০২৩, ১২:৪৯

সরস্বতী পূজায় রাঙ্গামাটিতে শিক্ষা উপকরণ বিতরণ

রাঙ্গামাটি,২৬ জানুয়ারি,২০২৩(বাসস) : সরস্বতী পূজা উপলক্ষে  আজ রাঙ্গামাটিতে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণের  আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি মেডিকেল কলেজ প্রাঙ্গনে বাণী অর্চণা সংসদের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রীতি প্রসুণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
সভায় বক্তব্য রাখেন মেডিকেল কলেজের  ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আব্দুল মানাম, প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডাঃ মনোজ কুমার বড়ুয়া প্রমূখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এছাড়া সরস্বতী পূজা উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় ও রাঙ্গামাটি সরকারী কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।