বাসস
  ২৯ জানুয়ারি ২০২৩, ১৭:০৫

বাংলাদেশের উপকূলীয় মানুষের সহায়তায় প্রকল্প কমিটি গঠন করেছে স্টেপ টু হিউম্যানিটি

ঢাকা, জানুয়ারি, ২০২৩  বাংলাদেশের উপকূলীয় ক্ষকিগ্রস্ত মানুষের সহায়তায় বিশেষ প্রকল্প কমিটি গঠন করেছে কানাডার আর্জাতিক দাতব্য সংস্থা স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশন।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কানাডার  "স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশন" শনিবার সন্ধ্যায় তাদের নির্বাহী পরিষদ বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়াকের সাথে বাংলাদেশের উপকূলীয় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য প্রকল্প গ্রহণের বিষয়ে জরুরি এক আলোচনায় মিলিত হয়ে এই কমিটি গঠন করে। এতে সভাপতিত্ব করেন সাহিত্যিক মাহফুজ এনাম। 
সম্মানিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন কানাডা প্রবাসী লেখক, গবেষক ও সাংবাদিক, বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়াকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ, স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন।
আলোচনায় অংশগ্রহণ করেন যুগ্ম সম্পাদক একরামুল আজিম ও মাসুদ রানা সরকার। 
আলোচনায় অংশ নিয়ে দেলোয়ার জাহিদ বলেন, বাংলাদেশে সমুদ্র অর্থনীতি একটি সম্ভাবনাময় খাত যা দেশকে একটি স্মার্ট বাংলাদেশ গঠন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তিনি  দারিদ্র বিমোচন, অশিক্ষা দূর,  চিকিৎসা সুবিধা  প্রদানসহ  উপকুলীয় ১৯টি  জেলার মানুষের জীবনমান উন্নয়নের জন্য কিছু কৌশলগত পরিকল্পনা সভায় তুলে ধরেন। বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়াকের "কোস্টাল ১৯" গ্রূপের সাথে একাত্ম হয়ে কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মুর্শেদ চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) সাবেক মহাপরিচালক (চলতি দায়িত্ব) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজ,  প্রফেসর ড. আব্দুল জলিল চৌধুরীসহ স্থানীয় উপকূলবাসীর সাথে সাম্প্রতিক কাজের অভিজ্ঞতা বর্ণনা করে উপকুলীয় ১৯ জেলার মানুষের অবর্ননীয় দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন এবং  স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের কার্যক্রমের প্রশংসা করে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।  
একরামুল আজিম বলেন, স্বাধীনতাযুদ্ধের একজন বীর সৈনিক দেলোয়ার জাহিদকে  স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশন তাদের দারিদ্র্য  বিমোচন ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সাথে পেয়ে গর্বিত। তিনি একটি বিশেষ প্রকল্প কমিটি গঠন করে কাজ শুরু করার আহ্বান জানান। 
স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ মোয়াজ্জেম হোসেনকে এক্স-অফিসিও সচিব/লিড ও বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্কের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মুর্শেদ চৌধুরী, প্রফেসর ড. আব্দুল জলিল চৌধুরী, মাসুদ রানা সরকার (কোষাধ্যক্ষ/এস.টি.এইচ) পরিবেশবিদ ও মৎস্য বিজ্ঞানী ড. আশরাফুল আলম, মশিউর রহমান, সাংবাদিক খায়রুল আহসান মানিক(ইউএনবি) সাংবাদিক শামসুল হাবীব, সাংবাদিক মোঃ সাজ্জাদ হোসেন (বাসস), কক্সবাজার ভ্যালু চেম্বার গ্রুপের একজন প্রতিনিধি।
কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন কক্সবাজারে সমুদ্র উপকূল দূষণকারী বর্জ্য অপসারণ প্রকল্পের জন্য অর্থ জোগান দেয়াসহ প্রকল্পটি বাস্তবায়নে কর্মসূচি নেয়ার কথা ঘোষণা করেন। এছাড়া  গ্রামীণ ও উপকুলীয় এলাকায় ১২টি মেডিকেল ক্যাম্প স্থাপনসহ দক্ষ ও  পেশাদার দিয়ে ওয়েবসাইট এবং সামাজিক মিডিয়ায় প্রকল্প কর্মসূচিগুলোকে তুলে ধরারও সিদ্ধান্ত হয়।