বাসস
  ২৯ জানুয়ারি ২০২৩, ২০:৫৮

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ৮ ফেব্রুয়ারি

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৩(বাসস):  উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। 
আজ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বাসসকে জানান, আগামী ৮ ফেব্রুয়ারি বুধবার এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে এই সময় নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ পরীক্ষার্থী অংশ নিয়েছে। ২ হাজার ৬৪৯টি  কেন্দ্রে এই পরীক্ষায় ৯ হাজার ১৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।