বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৩

নোয়াখালীতে খাবারে কাপড়ের রঙ ব্যবহার করায় বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস) : জেলার বেগমগঞ্জ উপজেলায় আজ খাদ্যপণ্যে কাপড়ের রঙ ব্যবহার করায় একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
আজ সোমবার উপজেলার ফেনী রোড পূর্ববাজার এলাকার মধুকুল বেকারি নামের প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের  সহকারি পরিচালক মো. কাউছার মিয়া।
সহকারি পরিচালক মো. কাউছার মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধুকুল বেকারীতে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে খাদ্যপণ্যে কাপড়ের রঙ ব্যবহার করার সত্যতা পাওয়ায় ওই প্রতিষ্ঠানকে আইন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা-সহ ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।  
অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো.শওকত আলী এবং বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।