বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০১

শেরপুরে দু’দিনব্যাপী কৃষিঋণ মেলা 

শেরপুর, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস) : জেলায় আজ দু’দিনব্যাপী কৃষি ঋণ মেলা-২০২৩ শুরু হয়েছে। 
আজ সোমবার দুপুর ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে ডিসি উদ্যানে এ কৃষি ঋণ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
এরআগে, অতিরিক্ত জেলা প্রশাসক জেবুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সুকল্প দাস, বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের যুগ্ম-পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম।
মেলার উদ্বোধনী প্রথমদিনে প্রান্তিক কৃষকদের হাতে বিভিন্ন ব্যাংকের কৃষিঋণের চেক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার। পরে তিনি মেলার স্টলগুলো পরিদর্শন করেন। 
দু’দিন ব্যাপি এ কৃষিঋণ মেলায় ২৪টি ব্যাংকের শাখা অংশগ্রহণ করছে। প্রথমদিন এ মেলায় ব্যাংক কর্মকর্তারা কৃষকদের কৃষি ঋণ বিষয়ে পরামর্শ দেন। আগামিকাল মঙ্গলবার ২য় দিন স্টল মূল্যায়ন, কৃষিঋণ বিতরণ, পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে মেলা শেষ হবে।