বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৯

কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সার্ধশত বর্ষপূর্তি উদযাপন কাল

কুমিল্লা, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : জেলার ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সার্ধশত বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আগামীকাল রোববার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
বিদ্যালয় সূত্র জানায়- এতে প্রধান অতিথি থাকবেন- বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার এমপি। বিশেষ অতিথি থাকবেন জেলা শিক্ষা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মো. ইউনুছ ফারুকী এবং জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা  উচ্চ বিদ্যালয়ের রাশেদা আক্তার।
১৮৭৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী। তিনি নারী শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে এই বালিকা এটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার প্রথম দিকে মেয়েদের জন্য এটি ইংরেজি মাধ্যমের বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। ১৮৮৯ সালে জুনিয়র হাই স্কুল এবং ১৯৩১ সালে উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়।