বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩১
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৬

বাকৃবির ৮ম সমাবর্তন আজ : বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস

ময়মনসিংহ, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : আজ রোববার ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃ্বি) অষ্টম সমাবর্তন। 
সমাবর্তনকে ঘিরে কৃষি বিশ্ববিদ্যালয় সেজেছে বর্ণিল সাজে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ। 
সুষ্ঠু ও সুন্দরভাবে সমাবর্তন উদযাপনে সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিভিন্ন স্থাপনা ও গুরুত্বপূর্ণ সড়কে করা হয়েছে আলোকসজ্জা পথে পথে টানানো হয়েছে প্ল্যাকার্ড, পোস্টার ও ফেস্টুন।অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আসতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় দূর-দূরান্তের গ্র্যাজুয়েটরা। অনেকে ইতিমধ্যে এসে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার দিকে গুরুত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় চত্বরে শুরু হয়েছে দারুণ উৎসবের আমেজ।
এ-উপলক্ষ্যে সকালে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।  সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চ্যান্সলর ও রাষ্ট্রপ্রতি  আবদুল হামিদের পক্ষে কৃষিমন্ত্রী ড. মো আব্দুর রাজ্জাক এমপি । সমাবর্তন বক্তৃা হিসাবে উপস্থিত থাকবেন- শিক্ষামন্রী  ডা. দিপু মনি এমপি। এছাড়াও উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড.শামসুল আলম ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। 
বাকৃবি জনসংযোগ বিভাগ সূত্র জানান- এবারের সমাবর্তনে মোট ৬ হাজার ৫২২ জন গ্রেজুয়েট অংশ নিচ্ছেন। এছাড়াও স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন মোট ২২৪ জন। এদের মধ্যে স্নাতকোত্তর পর্যায়ে ২০৬ জন এবং স্নাতক পর্যায়ে ১৮ জন রয়েছেন।