শিরোনাম
ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, (বাসস): বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক খবরের সাংবাদিক এ জেড এম রাহাগীরের দাফন সম্পন্ন হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর মরদেহ ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। বাদ জোহর রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান শেষে এই বীর মুক্তিযোদ্ধাকে সেনানিবাস করবস্থানে দাফন করা হয়।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এক বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধা এ জেড এম রাহাগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক, ডিইউজে’র সভাপতি সোহেল হায়দার চৌধুরীসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
তার বয়স হয়েছিল ৬৭ বছর।
তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।
তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।