শিরোনাম
বোচাগঞ্জ, (দিনাজপুর) ২৩ ফেব্রুয়ারি, ২০২৩(বাসস) : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বোচাগঞ্জ উপজেলা, দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক নাজমা ফেরদৌস পুতুল এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, নাজমা ফেরদৌস পুতুল আজ বৃহস্পতিবার দিনাজপুরের একটি হাসপাতালে মারা যান।
তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্বামী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন। তিনি সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচিত কাউন্সিলর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ২০ বছর বোচাগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছেন।