বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৭

লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 

লক্ষ্মীপুর, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : জেলা সদরে হাজী আমজাদ আলী পাটোয়ারী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। 
আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদকের) সাবেক চেয়ারম্যান মো. বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল।
বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলাওয়ার হোছাইন প্রমুখ। 
আলোচনা সভা শেষে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮ জন শিক্ষার্থীর মধ্যে সংবর্ধনা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ। 
একইসাথে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তারা। 
এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।