বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৪

সাবেক মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের ৭ম মৃত্যুবার্ষিকী কাল

হবিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এনামুল হক মোস্তফা শহীদের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার। 
উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কুটিরগাঁও গ্রামে তার পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী, একুশে পদকপ্রাপ্ত ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এনামুল হক মোস্তফা শহীদ ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।
তিনি ১৯৩৮ সালের ২৮ মার্চ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কুটিরগাঁও গ্রামে জনগ্রহণ করেন।