বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩০
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৩

পটুয়াখালীর আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : পটুয়াখালী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সাইদুর রহমান লেলিন শনিবার সন্ধ্যায় রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, সন্তান-সন্ততিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পটুয়াখালী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাইদুর রহমান লেলিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।  
শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।