শিরোনাম
ঢাকা ২৬ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস): বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের রেসিডেন্ট কোওর্ডিনেটর মিজ গোয়েন লুইস মহিলা শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সাথে সাক্ষাৎ করেছেন।
আজ সচিবালয়ে তার অফিস কক্ষে এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো: হাসানুজ্জামান কল্লোল, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব মো: মুহিবুজ্জামান,অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, ইউএন উইমেন ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিজ দিয়া নন্দাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।
সাক্ষাতকালে ফজিলাতুন নেসা ইন্দিরা নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে বর্তমান সরকারের গৃহীত কার্যক্রম তুলে ধরেন এবং বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের রেসিডেন্ট কোওর্ডিনেটর বাংলাদেশে বিভিন্ন নারী উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন।