শিরোনাম
নওগাঁ, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : জেলায় আজ শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। দুপুর ১২টায় জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হূমায়ন কবিরের সভাপতিত্বে আয়োজিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন।
এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ২৩ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়।
উল্লেখ্য জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হিসেবে এ পর্যন্ত নওগাঁয় ৫১৯টি হুইল চেয়ার, ২৭টি ক্র্যাচ, ১৫৩টি সাদাছড়ি, ৩৭টি হেয়ারিং এইভ, ৯টি ট্রাইসাইকেল, ৭টি কর্ণার চেয়ার, ৭টি টয়লেট চেয়ার বিতরণ করা হয়েছে।