শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২৮ ফেব্রুয়ারি, ২০২৩(বাসস) : গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিয়ার রহমান হাজরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার জেলা নির্বাচন অফিসার ও কোটালীপাড়া পৌরসভা নির্বাচনের রির্টার্নিং অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্লা এক গণ-বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছেন। গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১৪ ও বিধি ১৭ এর অধীন প্রার্থীতা প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেয়র পদে কেবলমাত্র একজন হওয়ায় বিধি ১০ এর উপবিধি (১) দফা (গ) এর অধীন মতিয়ার রহমান হাজরা, পিতা আব্দুল লতিফ হাজরাকে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করা হল।
কোটালীপাড়া পৌরসভা নির্বাচনের রির্টার্নিং অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্লা বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গত ১৯ ফেব্রুয়ারি মেয়র পদে মতিয়ার রহমান হাজরা একাই মনোনয়পত্র দাখিল করেন। ওই পদে অন্যকোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেনি। যাচাই-বাছাই শেষে তার মানোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
নির্বাচনের তফসিল অনুয়ায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিনের পর বিধি মোতাবেক তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।