শিরোনাম
রাঙ্গামাটি, ১ মার্চ, ২০২৩ (বাসস) : জেলার কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন- কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো. নাছির উদ্দীন, কাপ্তাই থানার ওসি (তদন্ত) নুরুল আলম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান প্রমুখ।
স্বাগত বক্তব্যের মাধ্যমে ধারণাপত্র উপস্থাপন করেন- কাপ্তাই উপজেলা সহকারি তথ্য অফিসার মো. দেলোয়ার হোসাইন।
এছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের অনলাইন ডাটা বেইস তৈরি, ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ফ্রিল্যান্সারের সংখ্যা বৃদ্ধি, কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত জনবল বৃদ্ধি, শিক্ষা ক্ষেত্রে মেগা প্রকল্প গ্রহণ, ডিজিটাল সেবা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।