শিরোনাম
গাজীপুর, ১ মার্চ, ২০২৩ (বাসস): জেলায় আজ পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে।
সকালে জিএমপির সদর থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জিয়াউল হক, অতিরিক্ত কমিশনার (অপরাধ) মো. দেলোয়ার হোসেন, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. রিয়াজুল হক, জিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ, নিহতদের পরিবারের পক্ষ থেকে তারাপদ শিকদারের ছেলে তাপস কুমার শিকদার।
অনুষ্ঠানের শুরুতে নিহত পুলিশ সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে নিহত সাতজন পুলিশ সদস্যের পরিবারকে উপহার সামগ্রী তুলে দেন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
অনুষ্ঠানে জিএমপির উপ-কমিশনার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।