বাসস
  ০১ মার্চ ২০২৩, ২০:২২

অগ্নিঝরা মার্চের প্রথমদিন : পথনাটক পরিষদের পথ নাটক উৎসব শুরু

ঢাকা ,১ মার্চ , ২০২৩ (বাসস) : অগ্নিঝরা মার্চ মাসের আজ ছিল প্রথম দিন। মার্চ মাস বাঙালির স্বপ্নসাধ যৌক্তিক পরিণতির মাস। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হচ্ছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এই ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক-রাজনৈতিক স্বপ্নসাধ পূরণ হয়। 
অগ্নিঝরা মার্চ মাসের প্রথম দিন আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ পথ নাটক পরিষদ ছয়দিনব্যাপি পথ নাটক উৎসব। এদিন বিকাল ৪টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বেলুন উড়িয়ে  উৎসবের উদ্বোধন করেন নাট্যজন মামুনুর রশীদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  সম্মিলিত সাংস্কৃতিক জোটের  সভাপতি গোলাম কুদ্দুস।
উদ্বোধনী অনুষ্ঠানে ৩৭ জন নাট্যকারকে যাদের রচিত পথ নাটক বিভিন্ন সময়ে বাংলাদেশ পথ নাটক পরিষদের বিভিন্ন আয়োজনে অভিনিত হয়েছে তাদের সম্মাননা জানানো হয়। আগামী ৬ মার্চ পর্যন্ত এ উৎসব চলবে। 
বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি ঝুনা চৌধুরী ,  বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল  চন্দন রেজা , পথনাটক পরিষদের সহসভাপতি ড. রতন সিদ্দিক , জাহাঙ্গির হোসেন  প্রমুখ।  মো: শাহনেওয়াজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক আহম্মেদ গিয়াস। সম্মাননা প্রাপ্ত নাট্যকারদের মধ্যে বক্তব্য রাখেন কাজী রফিক। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনটি পথনাটক প্রদর্শিত হয়। এছাড়া উৎসবে মোট ৩৫টি নতুন নাটক প্রদর্শিত হবে। 
অন্যদিকে একাত্তরের অগ্নিঝরা মার্চ মাসের ঐতিহাসিক বীরত্বপূর্ণ ঘটনাবলীর স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ বিকাল ৪ টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলীয় সভাপতি হাসানুল হক ইনু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহ-সভাপতি ফজলুর রহমান বাবুল, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা প্রমুখ।