বাসস
  ০১ মার্চ ২০২৩, ২০:৫৩

টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ উল্টে ৩ নারী তীর্থযাত্রী নিহত

টাঙ্গাইল, ১ মার্চ, ২০২৩ (বাসস) : জেলার কালিহাতীতে পিকআপ উল্টে তিন নারী তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। 
বুধবার দুপরে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) শফিকুল ইসলাম জানান, জামালপুর থেকে ৩০/৩৫ জন লোক পিকআপ যোগে সিরাজগঞ্জের এনায়েতপুর ওরশে যাচ্ছিলেন। তাদের বহনকৃত খোলা পিকআপটি আনালিয়াবাড়ী ১০ নম্বর ব্রিজের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পথে একজন নিহত হয়।
নিহতরা হলেন- জামালপুর উপজেলার গান্ধাইল গ্রামের মৃত সুলতানের স্ত্রী সাহেরা খাতুন (৬০), একই উপজেলার পেঁচামানিক গ্রামের মৃত মাহতাব আলীর মেয়ে নুরজাহান (৫০) ও ধনবাড়ী উপজেলার গৌরাঙ গ্রামের মৃত হাতেম আলীর স্ত্রী ফিরোজা (৬০)। 
এছাড়াও অন্তত ২০ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, লাশগুলো থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।