বাসস
  ১১ মার্চ ২০২৩, ১৯:২০

সাভারে ক্যানসার হাসপাতাল  ভবন নির্মাণে গাফিলতি রয়েছে : ইয়াফেস ওসমান

সাভার, ১১ মার্চ ২০২২ (বাসস) : বিজ্ঞান ও  প্রযুক্তি  মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, সাভারে পরমানু শক্তি কমিশনের অধীনে ক্যানসার হাসপাতালের নির্মাণাধীন ভবন ধসের ক্ষেত্রে নির্মাণে গাফিলতি চোখে পড়েছে। 
তিনি বলেন, নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় একটি তদন্ত কমিটি করা নির্দেশনা দেয়া হয়েছে। যদিও বিষয়টি ঠিকাদারের; তবে ভবনের কাজের সাথে সরকারিভাবে যারা জড়িত তাদের কতটুকু গাফিলতি হয়েছে সেটাও খতিয়ে দেখা হবে। 
আজ শনিবার  সাভারের আশুলিয়ার গনকবাড়িতে অবস্থিত পরমানু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের ধসে যাওয়া একটি ১২ তলা ভবনের অংশ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- বিজ্ঞান ও  প্রযুক্তি মন্ত্রনালয়ের সিনিয়র
সচিব জিয়াউল ইসলাম, পরমাণু শক্তি গবেষণা  প্রতিষ্ঠানের মহাপরিচালক
দেবাশীষ পালসহ অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে নির্মানাধীন ভবনটির ১২ তলার বীম
ঢালাইয়ের সময় ধসে যায়। এতে একজন গুরুতরসহ প্রায় ১৬ জন শ্রমিক আহত হয়।
পরমানু প্রযুক্তির মাধমে ক্যন্সার রোগী নির্নয় ও নিরাময়ের চিকিৎসা কেন্দ্রের ভবন এটি।