ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-১

বাসস
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১১:১০
প্রতীকী ছবি

ঝিনাইদহ, ১২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার নগরবাথান বাজারে গতরাতে সড়ক দুর্ঘটনায় সন্টু মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

নিহত সন্টু মিয়া সদর উপজেলার বাড়িবাথান গ্রামের জিনারুল হোসেনের ছেলে।

সদর উপজেলার নগরবাথান বাজারে শনিবার রাত সাড়ে ৯টায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন সন্টু মিয়া। এসময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানা সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. গুলশান আরা জানান, হাসপাতালে আনার আগেই মোটরসাইকেল আরোহী যুবক মারা গেছেন। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের পরিবারের চাওয়া অনুযায়ী পোস্টমর্টেম ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়। দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন ওই যুবক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকারি খরচায় ১১ লাখ ৯৫ হাজার জনকে আইনি সহায়তা
মাতারবাড়িতে ইজিবাইকসহ অপহৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী
পাকিস্তানের কাছে হেরে অপেক্ষায় বাংলাদেশ
বিশ্ববিদ্যালয়ে ভাংচুর: স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. সুমিত সাহা কারাগারে
সিলেট স্টেডিয়ামে জুলাই আন্দোলনে শহীদ তুরাবের নামে গ্যালারি
জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ
বাংলাদেশের ভবিষ্যৎ এ দেশের মানুষকেই ঠিক করতে হবে : মির্জা ফখরুল 
তুরস্কে বিক্ষোভ নিয়ে ছাত্র ও সাংবাদিক ২০০ জনের বিচার শুরু
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
১০