ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-১

বাসস
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১১:১০
প্রতীকী ছবি

ঝিনাইদহ, ১২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার নগরবাথান বাজারে গতরাতে সড়ক দুর্ঘটনায় সন্টু মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

নিহত সন্টু মিয়া সদর উপজেলার বাড়িবাথান গ্রামের জিনারুল হোসেনের ছেলে।

সদর উপজেলার নগরবাথান বাজারে শনিবার রাত সাড়ে ৯টায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন সন্টু মিয়া। এসময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানা সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. গুলশান আরা জানান, হাসপাতালে আনার আগেই মোটরসাইকেল আরোহী যুবক মারা গেছেন। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের পরিবারের চাওয়া অনুযায়ী পোস্টমর্টেম ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়। দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন ওই যুবক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
মৎস্যসম্পদ রক্ষায় দেশবাসীকে পরিবেশের প্রতি সদয় হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি গ্রেফতার
সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
সাবেক ডিবি প্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত
চাঁদাবাজদের উৎপাত বন্ধে চট্টগ্রামের ডিসিকে চিঠি
ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যোগ দেবেন ইউরোপীয় নেতারা
মৎস্য সপ্তাহ উপলক্ষে বগুড়ায় র‌্যালি ও সভা
চাঁপাইনবাবগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক
মিয়ানমারে ২৮ ডিসেম্বর নির্বাচন শুরু : জান্তা
১০