বাসস
  ১২ মার্চ ২০২৩, ১৯:২৩

রিজভীর জামিন নামঞ্জুর

ঢাকা, ১২ মার্চ, ২০২৩ (বাসস) : রাজধানীর পল্লবী থানার বিস্ফোরক দ্রব্য আইনের করা মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করেন।
এ মামলায় রিজভীসহ ১৩ জন আসামি। এরমধ্যে রিজভীসহ ৫ জন আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া বাকী আটজন পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামি ৫ মে দিন ধার্য করেন আদালত।
২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পল্লবী থানা এলাকায় ককটেল বিস্ফোরনের ঘটনায় ওই থানার এসআই রবিউল আলম বাদি হয়ে একটি মামলা করেন। ২০২২ সালের ২৯ জুন রিজভীসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন এসআই নুরে আলম।
২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদি হয়ে একটি মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও দেড় থেকে দুই হাজার বিএনপি’র নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলার রিজভীকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।