শিরোনাম
ঢাকা, ১৫ মার্চ, ২০২৩ (বাসস) : অষ্ট্রেলিয়ার মেলবোর্নে গত ৮ মার্চ ভোর ৬টা ৪০ মিনিটে সাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোনাস ইউনিভাসিটির প্রথম বর্ষের মেধাবী ছাত্র গাজী আজরাফ ইজাজ (১৯) নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।
নিহত গাজী আজরাফ ইজাজ মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার যশলদিয়া গাজী বাড়ির গাজী এজাজুর রহমান শুভর (রানা গাজীর) একমাত্র সন্তান।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় আগামীকাল ১৬ মার্চ বৃহস্পতিবার বাদ মাগরিব তার নিজ বাসভবন ৬২২ পশ্চিম কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, মিরপুর, ঢাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রানা গাজী তার একমাত্র সন্তান আজরাফের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।