বাসস
  ১৬ মার্চ ২০২৩, ২০:০৩

সুপ্রিমকোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ শেষ

ঢাকা, ১৬ মার্চ, ২০২৩ (বাসস) : সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০২৩-২৪ সেশনের নির্বাচনের দুইদিনব্যাপি ভোটগ্রহণ আজ শেষ হয়েছে। সকাল সাড়ে দশটায় আজ দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শুরু হয়েছে। চলে বিকাল ৫ টা পর্যন্ত।
নির্বাচন সংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান বাসসকে জানান, সুপ্রিমকোর্ট বার নির্বাচনের দুইদিনব্যাপি ভোটগ্রহণ আজ বিকাল ৫ টায় শেষ হয়েছে।  গতকাল প্রথমদিনে ২২১৭ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এখন ভোটগননার প্রস্তুতি চলছে।
এ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে (সাদা প্যানেল) সভাপতি পদে বর্তমান সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক পদে আবদুন নূর দুলাল প্রতিদ্বন্ধিতা করছেন। এই প্যানেলে দুই সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী আজম ও জেসমিন সুলতানা, কোষাধ্যক্ষ পদে এম. মাসুদ আলম চৌধুরী এবং দুই সহ-সম্পাদক পদে এবিএম নূরে আলম (উজ্জ্বল) ও এম হারুন উর রশিদ প্রতিদ্বন্ধিতা করছেন। সাত সদস্য পদে রয়েছেন মো. সাফায়েত হোসেন সজীব, মহিউদ্দিন রুদ্র, শফিক রায়হান শাওন, সুভাষ চন্দ্র দাস, নাজমুল হোসেন স্বপন, মো. দেলোয়ার হোসেন ও মনিরুজ্জামান রানাকে। 
অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল) সুপ্রিমকোর্ট বার এর সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে সভাপতি পদে ও ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে সম্পাদক পদের জন্য লড়ছেন। নীল প্যানেলের দুই সহ-সভাপতি পদে প্রার্থী হলেন- হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা সন্ধ্যা। কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম, দুই সহ-সম্পাদক পদে মাহফুজুর রহমান মিলন ও মো.আব্দুল করিম। সাতটি সদস্য পদের প্রার্থীরা হচ্ছেন-ফাতিমা আক্তার, ফজলে এলাহি অভি, শফিকুল ইসলাম, রাসেল আহমেদ, আশিকুজ্জামান নজরুল, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর ও মোস্তাফিজুর রহমান আহাদ।
এ নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতির দুটি পদে ৫ জন, সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সহসম্পাদকের দুটি পদের বিপরীতে ৪ জন প্রতিদদ্বিতা করছেন।  এছাড়া ৭ টি সদস্য পদের বিপরীতে ১৫ জন প্রার্থী রয়েছেন।
গতকাল ১৫ ও আজ ১৬ মার্চ অনুষ্ঠিত নির্বাচনের জন্য গত ২৩ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করে একটি নোটিশ জারি করা হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫ টার মধ্যে মনোনয়নপত্র জমা নেয়া হয়। ৫ মার্চ বিকেল সাড়ে ৫ টায় মনোনয়নপত্র বাছাই এবং ৮ মার্চ বিকেল ৫ টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল। কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দু’টি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭ টি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচন অনুষ্টানে সাব-কমিটি গঠনকে কেন্দ্র করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাথে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের মধ্যে ভিন্নমত ছিল। বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামানকে  নির্বাচন সংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক নিয়োগ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের নেতৃবৃন্দ বলেন, তার নিয়োগ প্রশ্নবিদ্ধ। তারা নির্বাচন বাতিল করে গ্রহণযোগ্য কমিশনের মাধ্যমে নির্বাচনের দাবী জানান। এ নিয়ে দ’ুপক্ষের মাঝে আজ ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। গতকাল জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের নেতৃবৃন্দসহ তাদের সমর্থকেরা নির্বাচনের প্রবেশ প্যান্ডেল ভাঙচুর করেছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ আদালত চত্বরের বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।