শিরোনাম
বান্দরবান, ১৭ মার্চ, ২০২৩ (বাসস) : উপজাতীয় পাহাড়ী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট্রের (কেএনএফ) সদস্যরা জেলার রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়ন থেকে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যসহ তিনজনকে অপহরণ করে গহিন অরণ্যে নিয়ে গেছে ।
অপহৃত ৩ জনের মধ্যে ২ জনের পরিচয় মিলেছে। তারা হলেন, ২৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার ও বান্দরবানের রুমা উপজেলার জীপ চালক মো. মামুন । আরেক জনের নাম পরিচয় জানা যায়নি।
বুধবার দুপুরে উপজেলার পাসিং পাড়ায় সীমান্ত সড়ক নির্মাণ কাজের সময় তাদেরকে তুলে নিয়ে যায় বলে জানান রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন শিবলী ।
তিনি জানান, তাদের উদ্ধারে অভিযান চলছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সীমান্ত সড়কে কাজ করার সময় তিনজনকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ থানায় এসে অভিযোগ দেয়নি।