বাসস
  ১৭ মার্চ ২০২৩, ১৯:০৫

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারতীয় হাইকমিশনারের শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ১৭ মার্চ, ২০২৩ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নাম্বার পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে হাইকমিশনার বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।
পরে হাইকমিশনার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন এবং সেখানে রাখা বইয়ে মন্তব্য লিখেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরটের নজরুল ইসলাম (এন আই) খান উপস্থিত ছিলেন।
হাইকমিশনার প্রণয় ভার্মা এ সময় বলেন, বঙ্গবন্ধুর কালজয়ী পরম্পরা ভারত-বাংলাদেশ অংশীদারত্বের পথকে আলোকিত করে চলেছে, আশার আলোকবর্তিকা হিসেবে কাজ করছে এবং যৌথ অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের প্রতি ভারতের অটল প্রতিশ্রুতিকে চালিত করছে।