বাসস
  ১৮ মার্চ ২০২৩, ১৭:৫৪

স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : শেখ সেলিম

গোপালগঞ্জ, ১৮ মার্চ, ২০২৩ (বাসস) : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে। 
আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নলেজ পার্কের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ সেলিম বলেন, স্বাধীনতা বিরোধী সকল রাজনৈতিক দল এক হয়েছে।  তারা আগামী সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। জঙ্গিবাদ মাথাচাড়া দিতে চাইছে। এদের প্রতিহত করতে হবে। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে হবে। 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একিউএম মাহবুব, ভারতের সহকারী রাষ্ট্রদূত ইন্দর জিৎ সাগর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ বক্তব্য রাখেন।  
এর আগে প্রধান অতিথি শেখ ফজলুল করিম সেলিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নলেজ পার্কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের ফলক উম্মোচন করেন।
উল্লেখ্য, ১৭০ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৩ একর জমিতে নলেজ পার্ক নির্মিত হচ্ছে।