বাসস
  ২১ মার্চ ২০২৩, ২১:১৪

প্রধান তথ্য কমিশনার পদে আবদুল মালেক

ঢাকা, ২১ মার্চ, ২০২৩ (বাসস) : ড.আবদুল মালেক প্রধান তথ্য কমিশনার (সিআইসি) নিযুক্ত হয়েছেন। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তথ্য অধিকার আইন, ২০০৯ এর ১৫(১) ধারা অনুযায়ী এই নিয়োগ দিয়েছেন বলে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব ড. ভেনেসা রড্রিক্স স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এর আগে আবদুল মালেক ২০২০ সালের ৩০ জানুয়ারি তথ্য কমিশনার হন।
আবদুল মালেক তথ্য সচিব হিসেবে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর অবসর গ্রহণ করেন। তিনি স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ ছিলেন।