শিরোনাম
ঢাকা, ২১ মার্চ, ২০২৩ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আজ একুশে পদক বিজয়ী ভাস্কর শামীম শিকদারের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি বলেন, শামীম শিকদারের মৃত্যু শিক্ষাক্ষেত্রে বিশেষ করে চারুকলা শিক্ষায় গভীর শূন্যতার সৃষ্টি করেছে।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আরেফিন বলেন, শামীম শিকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন।
শামীম শিকদারের জীবন ও কর্ম থেকে চারুকলার নতুন প্রজন্মের শিক্ষার্থীরা বিভিন্নভাবে উপকৃত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্যটি তার উল্লেখযোগ্য কাজের মধ্যে একটি।
অধ্যাপক আরেফিন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শামীম শিকদার প্রায় ৭০ বছর বয়সে নগরীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।