বাসস
  ২৬ মার্চ ২০২৩, ১২:২৭

জাতীয় স্মৃতিসৌধ ও জাতির পিতার প্রতিকৃতিতে ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

ঢাকা, ২৬ মার্চ, ২০২৩ (বাসস) : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু ৫২তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 
আজ ভোরে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ডেপুটি স্পিকার এ শ্রদ্ধা জানান।
এ সময় ডেপুটি স্পিকার ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে নীরবতা পালন করেন।
এরপর রাজধানীর ধানমন্ডি-৩২ এ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।