বাসস
  ২৬ মার্চ ২০২৩, ১৯:৫৯
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ২০:৪০

হবিগঞ্জে ১৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

হবিগঞ্জ, ২৬ মার্চ, ২০২৩ (বাসস) : জেলার বানিয়াচংয়ে ১৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। 
এছাড়াও ৭৮জন নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ ও মো. শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. নজরুল ইসলাম, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, শিক্ষক নেতা অরুন কুমার দাশ ও সাধনা রাণী সূত্র ধর প্রমুখ। 
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল মজিদ খান বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারিকরণ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন শিক্ষকদের যথাযথ মর্যাদা। এ ক্ষেত্রে শিক্ষকদের সঠিক পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে ।