শিরোনাম
মুন্সীগঞ্জ, ২৬ মার্চ, ২০২৩ (বাসস) : মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাবলেট কম্পিউটার পাচ্ছে ১ হাজার ৫শ’৯৩ শিক্ষার্থী।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতাধীন জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পে ব্যবহৃত ১ হাজার ৫শ’৯৩টি ট্যাবলেট কম্পিউটার পাচ্ছে শিক্ষার্থীরা। জেলার ১২৮টি প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মেধাস্থান অধিকারী শিক্ষার্থীদের এই ডিভাইজটি দেয়া হয়।
রোববার লৌহজং উপজেলা পরিষদ মিলনতায়নে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি।
দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৩৬ জন শিক্ষার্থীর মধ্যে ট্যাবলেট কম্পিউটার বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। একইদিন জেলার ৫টি উপজেলায় নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ২৪টি করে ট্যাবলেট কম্পিউটার দেয়া হয়। পর্যায়ক্রমে বাকি ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানাগেছে।