শিরোনাম
ঢাকা, ২৭, ২০২৩ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ডেপুটি চিফ রিপোর্টার (ডিসিআর) সাংবাদিক মো. সাজ্জাদ হোসেনের মা আমেনা খাতুনের চেহলাম আজ অনুষ্ঠিত হয়েছে।
আজ তার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ের শংকুচাইল উত্তর পাড়ায় চেহলাম অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মরহুম বজলু মিয়ার সহধর্মিনী আমেনা খাতুন বার্ধক্যজনিত অসুস্থতায় গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মো. সাজ্জাদ হোসেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার (সিজেএফডি) সাধারণ সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি। মরহুমার নাতি মেহেদী হাসান বাবু দৈনিক বিজনেস বাংলাদেশ ও বাংলাদেশ আপডেট পত্রিকার সম্পাদক।
আমেনা খাতুন শরীয়তপুরের নড়িয়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জোবায়দা হক অজন্তার শাশুড়ি।