বাসস
  ১৩ জানুয়ারি ২০২৫, ২২:৪৮
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ২৩:৫৮

২২ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করেছে কদমতলী থানা পুলিশ

কদমতলী এলাকা থেকে ২২ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করে পুলিশ। ছবি: ডিএমপি

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৫ (বাসস): রাজধানীর কদমতলী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২২ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করেছে ডিএমপি’র কদমতলী থানা পুলিশ।

আজ সোমবার ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১০ টায় কদমতলী থানাধীন দক্ষিণ দনিয়া এলাকার কুদরত আলী বাজারের পাশের খালি জায়গা থেকে ২২ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কার্তুজগুলোর গায়ে ম্যাগটেক রায়োট কন্ট্রোল লেখা ছিল।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।