কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর বর্ণাঢ্য উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ২১:৫১
ছবি: কুয়েট জনসংযোগ দপ্তর

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস): খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর জ্ঞান ও সৃজনশীলতার বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো আট দিনব্যাপী ‘বই উৎসব-২০২৫’।

আজ কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের প্রাঙ্গণে আয়োজিত বই উৎসবটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

কুয়েটের পরিচালক (ছাত্র কল্যাণ) কার্যালয়ের আয়োজনে এবং আশফিয়া লাইব্রেরি খুলনার এর সহযোগিতায় এই উৎসব চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী বলেন, ‘বই হলো মানুষের এক পরম বন্ধু এবং জ্ঞানের অফুরন্ত উৎস। এই বই উৎসব শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি এবং মননশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এ সময় তিনি বইমেলার সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদের মেলায় এসে পছন্দের বই সংগ্রহ করার আহ্বান জানান।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় দেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থাগুলোর সুবিশাল বইয়ের সমাহার রাখা হয়েছে, যেখানে বিভিন্ন ঘরানার বই পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বই উৎসব চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১,৭০০ জন গ্রেফতার
নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই সনদের সংস্কার জরুরি : মিয়া গোলাম পরওয়ার
কোনো ষড়যন্ত্রই বিচারের রায়কে প্রভাবিত করতে পারবে না: গণঅধিকার পরিষদ 
সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ১৫ জন গ্রেফতার
সামাজিক ব্যবসা কোনো তত্ত্ব নয়, বাস্তব সমাধান: মৎস্য উপদেষ্টা
২০২৬ সালে ২৮ দিন ব্যাংক ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে: ড. মোশাররফ
রাজধানীতে ৬টি পেট্রোল বোমাসহ নাশকতাকারী গ্রেফতার 
পিরোজপুরে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ইউক্রেনের আরও ২ গ্রাম দখলের দাবি রাশিয়ার
১০