
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস): ঢাকার সাভার ও ধামরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৫ নেতা-কর্মী গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলালুজ্জামান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিকেলে সাভার পৌরসভা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন সাভার থানা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম হোসাইনকে (২৫) গ্রেফতার করা হয়েছে। এর আগে সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহকে (২৪) গ্রেফতার করা হয়।
এদিকে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ (৩৭), সদস্য শক্তি প্রসাদ ঘোষ (৪৮), আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের দপ্তর সম্পাদক অন্ন প্রসাদ ঘোষ (৫৮), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ভূলানাথ সূত্রধর (৪৮), ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শরিফুল ইসলাম গফুর (৫৮), পাথালিয়া ইউনিয়ন যুবলীগের ৫ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম নজরুল (৩৮), ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের তথ্য বিষয়ক সম্পাদক মামুন দেওয়ানকে (৩৬) গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যার মামলা রয়েছে।
অপরদিকে, ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান (৬০), সদস্য ইমান আলী (৫২), সূয়াপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়াডর্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন (৫০), সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বসির উদ্দিন (৩৮), ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন (৪০) এবং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাশেম বকুলকে (৪৬) গ্রেফতার করেছে।